ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

সিলেট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।



বিমানবন্দর সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত  জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এদিকে ১১টা ৪৮ মিনিটে আরেকটি হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দর এসে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এনইউ/বিএস

** প্রধানমন্ত্রীর অপেক্ষায় সিলেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।