ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীণ ভবনের ১১তল‍া ভবনের ৮তলা থেকে পড়ে খায়রুল ইসলাম (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হন একরামুল (২২) নামে আরেক শ্রমিক।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  বেলা ১১টার দিকে থান‍ার হাজীপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

তাদের সহকর্মী সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে নির্মাণাধীন ভবনের ৮ম তলায় প্লাষ্টারের কাজ করছিলেন খায়রুল ও একরামুল। হঠাৎ করে সেখ‍ান থেকে নিচে পড়ে যান তারা। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

একরামুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, নিহত খায়রুল ইসলামের মরহেদ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এজেডএস/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।