ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙচুর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সৈয়দপুর বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙচুর

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর ও প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় দু’দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। ওই এলাকাটির দায়িত্বে রয়েছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী আরিফুর রহমান। সকালে  শত শত এলাকাবাসী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে যায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে প্রকৌশলীকে লাঞ্ছিত করে অফিসের টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করে তারা। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বাংলানিউজকে বলেন, ভুল বোঝাবুঝির কারণে এরকম অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।