ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আশুলিয়ায় ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় নিরাপত্তাকর্মীকে খুন করে মোটরসাইকেল ডাকাতির একদিন পরেই আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক নিরাপত্তাকর্মীকে গুরুতর জখম করে লুট করেছে অন্তত সাত লাখ টাকার মালামাল।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে আশুলিয়া বাজার গরুর হাটের পাশে ওহাব সরকার মার্কেটে ইলেকট্রনিক্স পণ্যের একটি শোরুমে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে একদল ডাকাত ট্রাকযোগে ওই মার্কেটের সামিয়া ইলেকট্রনিক্স নামে একটি শোরুমে লুটতরাজ চালায়।

এ সময় সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মী আমিনুর রহমানকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে জখম করে বেঁধে রাখে ডাকাতরা। পরে দোকানের তালা কেটে ৭টি ফ্রিজ, ৫টি সিআরটি টেলিভিশন, ২টি এলইডি টেলিভিশন, ৩টি সেলাই মেশিন, ৮টি সাউন্ড সিস্টেমসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
 
সকালে মুমূর্ষু অবস্থায় আহত নিরাপত্তাকর্মী আমিনুর রহমানকে উদ্ধার করে স্থানীয় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

মার্কেটের মালিক ওহাব সরকার বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, ঘটনাস্থলের পাশে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও তারা ডাকাতদের গ্রেফতারে এগিয়ে আসেনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারে প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগিরই লুন্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) ভোরে আশুলিয়ার বেরন এলাকায় এক নিরাপত্তাকর্মীকে খুন করে ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরপর দুই দিন ডাকাতির ঘটনায় পুরো আশুলিয়ায় ডাকাতির আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এইচএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।