ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ক্যাডেট কোর’র বাৎসরিক ট্রেনিংয়ের উদ্বোধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সাভারে ক্যাডেট কোর’র বাৎসরিক ট্রেনিংয়ের উদ্বোধন

আশুলিয়া(ঢাকা): সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আয়োজিত ব‍াৎসরিক  (রেজিমেন্ট) ট্রেনিং এক্সাসাইজ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি  প্রশিক্ষণ মাঠে এ এক্সাসাইজ এর উদ্বোধন করেন সেনাবাহিনীর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস।



এতে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যাটেলিয়ন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৪৯৬ জন ক্যাডেট (ছাত্র)।

এসময় উপস্থিত ছিলেন- রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল এস এম সালাহউদ্দিন, তিন রমনা ব্যাটেলিয়নের প্রধান মেজর মো. আতাউল হক।

আগামী ০১ ফেব্রুয়ারি ট্রেনিং এক্সাসাইজ শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।