ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গণহিস্টিরিয়ায় ৩১ ছাত্রী হাসপাতালে

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ফরিদপুরে গণহিস্টিরিয়ায় ৩১ ছাত্রী হাসপাতালে

ফরিদপুর: সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে ৩১ছাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।  

ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক ইয়াছিন মুন্সী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের অ্যাসেম্বলি শুরু হয়।

১০টা ১০মিনিটের দিকে ৭ম শ্রেণির মেহেদী হাসান নামের এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, ওই ছাত্রকে দেখে এমনিতেই অসুস্থ মনে হচ্ছিল। এসময় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে দ্রুত একটি খাবার স্যালাইন খাওয়ান।

তিনি বলেন, এই সময় বিদ্যালয়ের মাঠ থেকে শ্রেণিকক্ষে যাওয়ার পথে আরো ১০/১২ জন ছাত্রী অসুস্থ পড়ে। এতে ছাত্র-ছাত্রীরা আতংকগ্রস্ত হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি দেওয়া হয় এবং অসুস্থদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা হাসপাতালে রওনা হন।

ইয়াছিন বলেন, বাড়ি যাওয়া পথে এবং বাড়িতে পৌঁছেও আরো অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্বজন ও এলাকাবাসী ছাত্রীদের নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভিক চৌধুরী বলেন, এতে আতংকগ্রস্ত হওয়ার কিছুই নেই। হিস্টিরিয়ায় আক্রান্ত হলে এমন পরিবেশেরই সৃষ্টি হয়ে থাকে। সব রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। খুব শিগগিরই তারা সেরে উঠবে বলে আশা করি।

খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, হঠাৎ করেই ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৩১জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুই ছাত্রী মেহেদী ও বাপ্পী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
 
সিদ্দিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী শনি ও রোববার বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।      

এর আগে শিবরামপুর আরডি একাডেমিতে  গত ১৮ জানুয়ারি ২৩ ছাত্রী ও ১৯ জানুয়ারি আরো ৩৩ ছাত্রী হিস্টিরিয়ায় আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। দুদিন চিকিৎসা শেষে তারা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।