ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে বাস চাপায় এক নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ঈশ্বরগঞ্জে বাস চাপায় এক নারী নিহত ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী এক বাসের চাপায় মমতা রাণী দাস (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের লক্ষ্মীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মমতা রাণী উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের রুহীনি চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লক্ষ্মীগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।