ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ শুক্রবার ডা. ইমরান এইচ সরকার

ঢাকা: পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় শাহবাগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।  

গণহত্যার দায় অস্বীকার, জঙ্গি মদদ ও কূটনৈতিক শিষ্ঠাচার ভঙ্গের প্রতিবাদে বুধবার (২০ জানুয়ারি) দুপুরে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে রাজধানীর গুলশান-২ গোল চত্বরে গণজাগরণ মঞ্চের কর্মীদের বাধা দেয় পুলিশ।

এর প্রতিবাদে বুধবার বিকেলেই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন ডা. ইমরান এইচ সরকার।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।