ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল বোমায় নিহত

যশোরে কবর থেকে বাবা-মেয়ের মৃতদেহ উত্তোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
যশোরে কবর থেকে বাবা-মেয়ের মৃতদেহ উত্তোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে পেট্রোল বোমায় নিহত যশোরের পপলু ও মাইশার কবর থেকে মৃতদেহ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের ঘোপ কবরস্থান থেকে মৃতদেহ দু’টি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



যশোরের এনডিসি নাজমুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৫ সালের ০২ সেপ্টেম্বর কুমিল্লার আমলী আদালত-৫ বিচারক মুনতাসির আহম্মদ কবর থেকে মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মৃতদেহ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, যশোর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক হোসাইন সাফায়েত, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) ও আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহিম।

দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রভাষক হোসাইন সাফায়েতের নেতৃত্বে ডা. মুশফিকুর এবং ডা. আব্দুর রশিদ ময়নাতদন্ত করেন।

এর আগে, ২০১৫ সালের ০৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আট যাত্রী নিহত হন। এর মধ্যে ছিলেন যশোর শহরের ঘোপ এলাকার ঠিকাদার পপলু ও তার মেয়ে মাইশা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।