ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের প্রতিনিধি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
গাজীপুরে পোশাক শ্রমিকদের প্রতিনিধি সভা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের অংশগ্রহণে দশম শ্রমিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াই দেরচালা এলাকার এস কিউ সেলসিয়াস লিমিটেডের আয়োজনে প্রতিষ্ঠানটির কারখানায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতিত্বে ও সঞ্চালনা করেন, কারখানার বিভাগীয় প্রধান (মানব সম্পদ) মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন, এস কিউ সেলসিয়াস লিমিটেডের ডেপুটি চিফ অপারেটিং অফিসার আইভান রাভী সিনহা, কমপ্লায়েন্স ব্যবস্থাপক মো. এখলাছুর রহমান ও এস কিউ সেলসিয়াস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক (নিটিং) মো. চাঁদ মিয়া প্রমুখ।

এসময় বিভিন্ন শাখার শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।