ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লিলি অয়েলস কারখানাকে ছয় লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
লিলি অয়েলস কারখানাকে ছয় লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে মবিল বিক্রির দায়ে লিলি অয়েলস নামে একটি মবিল কারখানাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-৪’র ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এই জরিমানা করা হয়।



র‌্যাব-৪ সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ করে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় লিলি অয়েলস মিল কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থান থেকে মবিল এনে বিক্রি করে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৪।

এ সময় অবৈধভাবে মবিল বিক্রির দায়ে লিলি অয়েলস’র তিন মালিক আকবর হোসেন, জাহাঙ্গীর ও শেখ এহছানুল হককে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৪’র কোম্পানি কমান্ডার মাসুদুর রহমান উপস্থিতিতে কারখানাটির উৎপাদন বন্ধ রাখারও নিদের্শনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।