ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারের দায়িত্ব শ্রমিকদের জীবিকা নিশ্চিত করা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সরকারের দায়িত্ব শ্রমিকদের জীবিকা নিশ্চিত করা ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, যারা দেশের উন্নয়ন চায় তাদের দায়িত্ব হলো শ্রমিকদের জীবন-জীবিকা নিশ্চিত করা, জমি কেড়ে নিয়ে নিঃস্ব করা নয়।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের বিইজেডএ’র কার্যালয়ের সামনে চান্দপুর-বেগমখান চা বাগানের কৃষি জমিতে ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চা-বাগানের শ্রমিকদের প্রতি সরকারের কোনো দয়া নেই। তারা পাহাড়ি জমি পরিষ্কার করে ফসল ফলায় অথচ তাদের নামমাত্র পারিশ্রমিক দেওয়া হচ্ছে। ৫৯ টাকা পারিশ্রমিক দিয়ে কি দিন চলে? বেজা চান্দপুর-বেগমখান চা বাগানের কৃষি জমিতে স্পেশাল ইকোনোমি জোন তৈরির নামে শ্রমিকদের উচ্ছেদ করার পায়তারা চলছে। আর সরকার কিছুই বলছে না।

ন্যাশনাল আওয়ামী পার্টি, গণফোরাম, গণ সংহতি আন্দোলন, চান্দপুর-বেগমখান কৃষি-ভূমি অধিকার রক্ষা কমিটি, চা-শ্রমিক কৃষি জমি রক্ষা সংহতি কমিটি এবং বাংলাদেশ ছাত্র ফ্রন্ট এই বিক্ষোভ কর্মসূতিতে একাত্বতা প্রকাশ করে।

বিক্ষোভ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন, গণ সংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, গণ ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মফজউদ্দিন কামাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা আবুল হাসান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।