ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জামিন পেলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জামিন পেলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা হাজী কেএম শহীদুল্লাহ অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক তার জামিন মঞ্জুর করেন।



বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় পাঁচ হাজার টাকা বেলবন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন বিচারক। তবে প্রতি ধার্য্য দিনে আদালতে এসে হাজিরা দিতে হবে তাকে।

৫ জানুয়ারি র‌্যাব-৮’র একটি দল তিন রাউন্ড গুলি ভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তলসহ তাকে আটক করে। পরদিন ৬ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব-৮।

হাজী কেএম শহীদুল্লাহ নগরীর ১২ নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিটি কর্পোরেশনে একবার প্যানেল মেয়র-এক ও দুইবার প্যানেল মেয়র-দুই হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির মহানগর শাখার সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।