ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দরিদ্র মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বরিশালে দরিদ্র মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কাউনিয়া থানায় এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফর রহমান মণ্ডল, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার)  হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আবু সালেহ মো. রায়হান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।