ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান।



মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সদ্য বিদায়ী মেয়র মো. রমজান আলী, জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম।

মেলার আয়োজক কমিটি জানায়, মেলায় জেলার ৬৫টি ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জেলা পুলিশ, এনজিও ও বেসরকারিসহ শতাধিক প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে  সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।