ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বগুড়ায় ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কের ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় দোকান মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ড্রেনের সামনের সড়কে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এতে ভুক্তভোগী প্রায় পাঁচ শতাধিক দোকান মালিক ও শ্রমিক অংশ নেন।

তারা জানান, এটি শহরের একটি ব্যস্ততম সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা অচল। ড্রেনের ময়লা আবর্জনা তুলে এ সড়কের পাশে স্তুপ করে রাখা হয়, যা পচে দুর্গন্ধ ছড়ায়। এর ফলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

তাদের অভিযোগ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই। কোনোভাবেই তাদের টনক নড়ছে না।

দ্রুত এ দুর্ভোগের সমাধান না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য লিয়াকত আলী, সিঙ্গার কোম্পানির ম্যানেজার সুলতান মাহমুদ মিঠু, কোয়ালিটি হোটেলের মালিক শাহান শাহ, স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শংকর বাবু, জালাল উদ্দীন, আব্দুল মতিন, শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।