ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দাসিয়ারছড়া থেকে বিনা খরচে জর্ডান যাবে ৪০ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
দাসিয়ারছড়া থেকে বিনা খরচে জর্ডান যাবে ৪০ নারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে ৪০ জন নারীকে বিনা খরচে জর্ডানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম টেকনিকেল ট্রেনিং সেন্টার মিলনায়তনে নারী শ্রমিকদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।



মন্ত্রী বলেন, ৬৮ বছরের অধিকারবঞ্চিত অধুনালুপ্ত ছিটমহলবাসীর ভাগ্যের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অঙ্গীকার বাস্তবায়নের প্রথম দফায় কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে ৪০ নারীকে জর্ডানে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে ওই নারীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জর্ডানে গার্মেন্টস সেক্টরে দুই হাজার নারী শ্রমিকের চাহিদা রয়েছে। আমাদের ইচ্ছা যতোটা সম্ভব ছিটমহল থেকেই এই চাহিদা পূরণ করা হবে। আর এজন্য তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ২০১৫ সালে আমরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি ৫ লাখ ৬৫ হাজার মানুষকে। চলতি বছর এই টার্গেট ৬ লাখ। আর এ বছর আপনাদের সহযোগিতা নিয়ে কুড়িগ্রাম থেকে ৬০/৭০ হাজার বেকার যুবক ও নারীদের বিদেশে পাঠাতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ছিটমহলের অধিবাসীদের বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। পাশাপাশি তাদের যাতায়াত ও আনুষঙ্গিক খরচের জন্য দেওয়া হবে ভাতা। তাদের পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে বিমানভাড়াও বহন করবে সরকার। এর মাধ্যমে অবহেলিত এ জনপদের মানুষ মিলবে মূল স্রোতে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, পুলিশ সুপার তবারক উল্লাহ, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক ও প্রশিক্ষণার্থী শরিফা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।