ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আসামির পলায়ন

শাহজাদপুরে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
শাহজাদপুরে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জ: আসামি পালানোর ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য জানান।



শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার কনস্টেবল এনামুল, গণেশ ও রবিউলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে এক আসামিকে গ্রেফতার করে ব্যাটারি চালিত অটোরিকশায় করে থানায় ফেরার পথে ঘুমিয়ে পড়েন কনস্টেবল এনামুল, গণেশ ও রবিউল। এই সুযোগে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার তাদের তিনজনকে প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।