ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকার সবক্ষেত্রে সফলতা অর্জন করে চলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সরকার সবক্ষেত্রে সফলতা অর্জন করে চলেছে অধ্যাপক আনিসুজ্জামান

ঢাকা: অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও সরকার সবক্ষেত্রে সফলতা অর্জন করে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে ‘দিন বদলের ৭ বছর শীর্ষক’ সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

কমিটি প্রধান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক পদ্মভূষণ ড. আনিসুজ্জামান।

এসময় আলোচনায় অংশ নেন-বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য সামসূল আলম, অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন, ব্যারিস্টার তানিয়া আমির, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।

সেমিনারে বিদেশি কূটনীতিক, সুশিল সমাজের সদস্যবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজার জেনারেল (অব.) হাফিজউদ্দিন মল্লিক, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সফলভাবে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে অধ্যাপক আনিসুজ্জামান আরো বলেন, ১৯৭২-৭৩ সালে বিশ্বে যারা বাংলাদেশকে তলাবিহিন ঝুড়ি বলে অপপ্রচার চালিয়েছিল, তারা এখন বাংলাদেশের সাফল্যকে বিস্ময়কর বলে অভিহিত করছে। অনেক চাপ উপেক্ষা করে শহীদদের উত্তরাধিকারদের ন্যায়বিচার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়নের গতিধারাকে বেগবান করছেন।

আলোচনায় অংশ নিয়ে বিচারপতি সামসুদ্দিন মানিক বলেন, এতো উন্নয়ন হওয়ার পরও যারা না দেখার ভান করেন, তারা জ্ঞানপাপী। কেনিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উন্নয়ন করতে হলে বাংলাদেশকে অনুসরণ করো। তিনি বলেন, দুই বছর আগেও অনেকেই বিশ্বাস করেনি বাংলাদেশের টাকায় পদ্মা সেতু নির্মিত হতে পারে।

অনেক সময় কোনো কোনো সংকট মানুষকে নতুন সফলতার দিশা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি করে জাতিকে সফলতার নতুন পথ দেখিয়েছেন। দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ শুরু করার সুবাদে বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধি পেয়েছে এবং আমরা মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছি।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসইউজে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।