ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রসমেলায় রসের গল্প

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
রসমেলায় রসের গল্প ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্ষণিকের জন্য হলেও নাগরিক জীবনকে গ্রামের রসের ধারায় যুক্ত করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে খেজুরের রসের মেলার।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর রমনাপার্কের খেজুরতলায় এ রস মেলার আয়োজন করেছে ‘রঙ্গে ভরা বঙ্গ’।

আর সহায়তায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

একেবারে গ্রামের আবহে চলছে এ মেলা। মাটির গ্লাসে হাণ্ডা খেজুরের রস, সঙ্গে আছে খই, মুড়ি ও গুড়।

শিক্ষক, লেখকসহ বিভিন্ন স্তরের মানুষ এ মেলায় এসে শৈশবের রস খাওয়ার স্মৃতিচারণ করছেন, বলছেন নানা গল্প।

রসের মেলার পঞ্চম আয়োজনে রস কথনে অংশ নেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক হায়াত মামুদ, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, ঘুড়ি ফেডারেশনের চেয়ারম্যান শাহজাহান মৃধা বেনু, বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক কবি নাসির আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবু আহমেদ মান্নাফী, প্রাকৃতজ শামিমরুমী টিটন, আলোকচিত্রী মোহাম্মদ আসাদসহ আরও অনেকে।

রসের মেলায় গ্রামীণ জীবনের কথা সবাই বারবার মনে করছেন আর হাসছেন। মা-চাচীদের আদরের কথা, রসের পিঠার কথা উঠে আসছে সবার স্মৃতিচারণে।

‘আহা কি যে মজা লাগছে সেই দিনগুলোর কথা মনে পড়ে, ফিরে পেতে ইচ্ছে করছে’- এমন আকুতি সবার মাঝেই।

খেজুরের রস পানের পাশাপাশি চলছে রসের গান। সাইদুর রহমান বয়াতি, মালেক সরকার গান পরিবেশন করছেন। বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে রসের কলস।

শৈশবকালের রস চুরির কথা অবলিলায় বলছেন আর হাসছেন উপস্থিত সবাই। রসের সকাল অনেক মিষ্টি যা বর্তমান তরুণরা বুঝবে না, আফসোস সবার।

স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক হায়াত মামুদ বলেন, রাতের আঁধারে কিংবা খুব সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে রস চুরি করে শিন্নি রান্না করে খেয়েছি।

রাজধানীতে এ রসের মেলার আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান উজ জামান বলেন, বন্ধুদের রস খাওয়ার বায়না থেকেই মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে রসের স্বাদ পৌঁছে দেওয়া ও নাগরিক জীবনকে ক্ষণিকের জন্য হলেও গ্রামের রসের ধারায় যুক্ত করাও এ মেলার উদ্দেশ্য।

আয়োজকরা জানালেন, প্রতি বছর একবার করে রসমেলার আয়োজন করা হলেও এবার হবে দু’বার।

আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার ডেমরায় শুধুমাত্র মিডিয়ার বন্ধুদের জন্য ‘বন্ধু আড্ডায় খেজুরের রস’র আয়োজন করা হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এফবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।