ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গলা‌চিপায় বাসচাপায় মোটরসাই‌কেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
গলা‌চিপায় বাসচাপায় মোটরসাই‌কেল আরোহী নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর গলা‌চিপা উপজেলায় বা‌সের চাপায় তা‌হের নামে মোটরসাই‌কেলের এক আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

 

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় আম‌খেলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহের ওই এলাকার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবন‌তি হ‌লে পরে তাদের ব‌রিশাল শের-বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

গলা‌চিপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবদুল রাজ্জাক মোল্লা বাংলানিউজকে জানান, সকালে তাহেরসহ তিনজন মোটরসাইকেলে করে পটুয়াখালী থেকে গলাচিপায় আসছিলেন। পথে উপজেলায় আম‌খেলা বাজার এলাকায় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাহেরের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।