ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড নির্বাচন নিয়ে দুই পক্ষের উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
তেজগাঁও ট্রাকস্ট্যান্ড নির্বাচন নিয়ে দুই পক্ষের উত্তেজনা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড বাংলাদেশে ট্রাক কাভার্ড ভ্যান ডাইভার্স ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তেজগাঁও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে সকাল ৭টায় রাজধানীর কলাবাগান মাঠে ট্রাকস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে রশিদ তালুকদার ও হুমায়ুন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংঘর্ষের বিষয়ে হুমায়ুন প্যানেলের সদস্য মামুন বলেন, সকালে ‍আমাদের প্যানেলের লোকজন ভোট দিতে গিয়ে রশিদ তালুদকদার প্যানেলের লোকজনের বাধার মুখে ভোট দিতে পারেননি। পরে তারা বাংলাদেশে ট্রাক কাভার্ড ভ্যান ডাইভার্স ইউনিয়নের অফিসের সামনে এসে অফিসের কিছু আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।

তালুকদার গ্রুপের শ্রমিক সালাম বলেন,  নির্বাচন চলাকালীন অবস্থায় একদল সন্ত্রাসী তেজগাঁও ‍সংগঠনের অফিসের সামনে এসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬/আপডেট ১৩০৩ ঘণ্টা
এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।