ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞাঁ প্রেসক্লাবের নির্বাচন

সভাপতি নুরুল, সম্পাদক কচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সভাপতি নুরুল, সম্পাদক কচি সভাপতি নুরুল আলম খান ও সাধারণ সম্পাদক ইমাম হাছান কচি

ফেনী: দাগনভূঞাঁ প্রেসক্লাব নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে নুরুল আলম খান (মানবজমিন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও ১২ ভোট পেয়ে ইমাম হাছান কচি (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে ওই কার্যালয়ে বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠানে ২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সহ-সভাপতি নাছির উদ্দিন আজাদ (আজকালের খবর) ২০ ভোট, সহ-সাধারণ সম্পাদক বজলুর রহিম ভূঁইয়া (দৈনিক ফেনীর সময়) ১৬ ভোট ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী ইফতেখারুল আলম (সাপ্তাহিক স্বদেশপত্র)।

এছাড়া কোষাধ্যক্ষ পদে হোসনে মোবারক নিশাত (যায়যায়দিন), ও ইয়াছিন করিম রনি (ডেইলি নিউ নেশন, নতুন ফেনী) যুগ্মভাবে ১২ ভোট করে পাওয়ায় তাদের ছয় মাস মেয়াদী দায়িত্ব পালনের সিদ্ধান্ত দেওয়া হয়।

অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর ও প্রচার সম্পাদক পদে মো. ইউছুফ (দৈনিক নয়াপয়গাম) ও কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিতরা হলেন, সৈয়দ ইয়াছিন সুমন (দৈনিক ইনকিলাব), আবু তাহের (দৈনিক যুগান্তর), এম এ তাহের (দৈনিক সংগ্রাম) ও এম এ কুদ্দুছ (সাপ্তাহিক হকার্স)।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা, দাগনভূঞাঁ একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম কমিশনের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।