ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণের গোয়ালগাঁও গ্রাম থেকে ৫৩ কেজি গাঁজাসহ মো. হুমায়ন কবির বাবুল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সিপিসি-২ সদস্যরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বাবুলকে গোয়ালগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তিনি উপজেলার ওই গ্রামের মৃত আবিদ আলীর ছেলে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার খুরশিদ আলম।

খুরশিদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ ১৮ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।