ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষার দাবিতে স্কেটারদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সুন্দরবন রক্ষার দাবিতে স্কেটারদের মানববন্ধন ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা করেছে সার্চ স্কেটিং ক্লাব।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।



রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে ৪০ জন স্কেটারের একটি দল সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে। এর আগে আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শোভাযাত্রা করেন তারা। স্কেটাররা খুলনায় পৌঁছে খুলনা প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করবেন।

‘সেইভ টাইগার, সেইভ সুন্দরবন’ স্লোগানে মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাছের, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান, সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলম প্রমুখ।

বাংলাদেশ: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
টিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।