ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জমি দখলের চেষ্টা

মেহেরপুরে মধ্যরাতে হামলা-ভাঙচুর, বোমা বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
মেহেরপুরে মধ্যরাতে হামলা-ভাঙচুর, বোমা বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর সদর থানা থেকে মাত্র ৫০ গজ দূরে চারটি বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা তিনটি বোমার বিস্ফোরণও ঘটায়।



 
শুক্রবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিক আব্দুল মমিনের স্ত্রী মুন্নী খাতুন আহত হয়েছেন।

প্রায় ঘণ্টাব্যাপী চলা তাণ্ডব শেষে পুলিশ ঘটনাস্থলে এসে এক রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সন্ত্রাসীরা এসব বাড়ি থেকে ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন হামলার শিকার বাড়ির লোকজন।

স্থানীয়রা জানায়, আদালতে বিচারাধীন একটি জমি জবর দখল করতে সরকারি দলের সমর্থক শহরের শেখপাড়ার মাজেদ আলীর ছেলে নুরুল খান, নিজাম খান এবং কাছেদ আলীর ছেলে আব্দুল গণির নেতৃত্বে প্রায় শতাধিক যুবক রাত সাড়ে তিনটার দিকে আব্দুল লতিব, আব্দুল মোমিন, আব্দুল কুদ্দুস ও মাহবুবের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে অন্য একটি ঘরে তালাবদ্ধ করে রেখে ভাঙচুর ও লুটপাট চালায়।

ভাঙচুর চলাকালে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা সেখানে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর শেষে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে তারা পালিয়ে যায়।
 
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, থানার পাশে রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা একটি জমি দখলের চেষ্টায় বোমা বিস্ফোরণ ঘটালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।