ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সরাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলকিছ আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাসুরকে আটক করেছে পুলিশ।



শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ গলানিয়া গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী ও একই গ্রামের খুকু মিয়ার মেয়ে।

নিহতের বাবা খুকু মিয়া বলেন, যৌতুকের জন্য নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করেছে তার স্বামীর বাড়ির লোকজন।

এদিকে স্বামীর পরিবারের লোকজন এ অভিযাগে অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় বিলকিছ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ওই গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর ভাসুর আমির আলীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।