ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
মাটিরাঙ্গায় পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পুলিশের উদ্যোগে ১৬০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।



খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী দুস্থ মানুষের হাতে  একটি করে কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. এনায়েত হোসেন মান্না, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী হুমায়ূন রশিদ ও মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।