ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সব জেলাতে টিটিসি স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সব জেলাতে টিটিসি স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি) জানিয়েছেন, পর্যায়ক্রমে সব জেলাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে গণপূর্ত বিভাগ ও টিটিসির আয়োজনে নীলফামারী শহরের দক্ষিণ হাড়োয়ায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।



মন্ত্রী বলেন, দেশের যুবক ও যুব নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী, সচেতন ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দেশ-বিদেশে দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবেন। তাদের পাশাপাশি লাভবান হবে দেশও। এজন্য দক্ষ জনবল তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলাতে টিটিসি স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিদেশে কর্মী পাঠানোর ব্যাপারে রংপুর অঞ্চল অনেক পিছিয়ে রয়েছে। রংপুর বিভাগের আট জেলা থেকে বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা ৯৪ হাজার ৪১ জন অথচ শুধুমাত্র কুমিল্লা জেলাতেই বৈদেশিক কর্মীর সংখ্যা ছয় লাখের উপরে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে তা থেকে বাদ যাচ্ছে না যুবক ও যুব নারীরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছি। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সরকারের চেষ্টা সফল করতে সবার সহযোগিতাও চান তিনি।
 
এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে টিটিসি চত্বরে গাছের চারা রোপণ করেন দুই মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দারের সভাপতিত্বে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমটি) মহা পরিচালক বেগম শামসুন্নাহার, নীলফামারী পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও নীলফামারী টিটিসি’র অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

এর আগে ২০১৫ সালে ৫ অক্টোবর প্রায় পৌনে ২২ কোটি টাকা ব্যয়ে দুই একর জমিতে স্থাপিত নীলফামারী টিটিসিতে কম্পিউটার, ইলেক্টিক্যাল, আর্কিটেকচার, মেশিন টুলস অপারেশন, ইংরেজি ভাষা শিক্ষাসহ পাঁচটি ট্রেডে দুশ’ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।