ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্ট শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
গার্মেন্ট শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেডের গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর মালিকপক্ষের নির্যাতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন করেছে গার্মেন্ট শ্রমিকরা।
 
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে।


 
ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ইউনিয়ন করার অধিকার শ্রমিকদের মৌলিক অধিকার। বেআইনিভাবে ইউনিয়নের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার পায়ঁতারার প্রতিবাদ সবাইকেই করতে হবে।
 
তিনি বলেন, ডংলিয়ন ফ্যাশন গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কমিটির ওপর মালিকপক্ষ নির্যাতন চালিয়েছে। ট্রেড ইউনিয়নের সদস্যরা চাকরিচ্যুত হয়ে আজ দিশেহারা, যারা কাজ করছেন তারাও চাকরি হারানোর ভয়ে আছেন।
 
হামলার ঘটনায় দোষীদের বিচার ও আইন অনুযায়ী চাকরিচ্যু সব শ্রমিকদের পুনর্বহাল ও ইউনিয়নের কাযক্রম চালু রাখার পরিবেশ নিশ্চিতের দবি জানান তিনি।
 
সভায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান, কার্যকরী সভাপতি মমতাজ বেগম, ফোরামের অন্যতম নেতা খাদিজা আক্তার, এহসানুল হক, শামিমা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
 
অন্যদিকে একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের মোট মজুরীর ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতাসহ ৭ দফা দাবিতে ‘সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ’র ব্যানারে মানববন্ধন ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
শ্রমিকদের রেশনিং চালু, বাসস্থান তৈরি, সোয়েটার কারখানায় জেকার মেশিন স্থাপন না করার দাবি জান‍ান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্ট, জানুয়ারি ২২, ২০১৬
টিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।