ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পীরেণ হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পীরেণ হত্যার বিচার দাবি ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গারো নেতা পীরেণ স্নালসহ সব আদিবাসী হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন।

শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এ সময় তারা আদিবাসীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, সমতলে তাদের ভূমির অধিকার নিশ্চিতের দাবিও জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুবিট রখো, সাধারণ সম্পাদক রঞ্জিত নকরেক, সাবেক সভাপতি সৌরিণ আরেং, মহানগর কমিটির সভাপতি অলৃক মৃ, সাধারণ সম্পাদক অনুপ হাদিমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৪ সালে গারোদের ইকোপার্ক বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে বনরক্ষীরা গুলি করে। এতে ঘটনাস্থলে পীরেণ স্নাল নিহত হন। আর শত মানুষ আহত হন। সেই হত্যার বিচার আজও হয়নি।

এ সময় বক্তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচার শেষের দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
টিএইচ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।