ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
মঠবাড়িয়ায় পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে ১৭৫ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. ওয়ালিদ হোসেন থানা চত্বরে এ কম্বল বিতরণ করেন।



এ সময় পিরোজপুর সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
জুমা’র নামাজের আগে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে সন্ত্রাস ও জঙ্গীদের বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এএটি/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।