ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘ঊর্ধ্বতনদের নির্দেশে হামলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
‘ঊর্ধ্বতনদের নির্দেশে হামলা’ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গুলশানে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালানো বলে অভিযোগ করেছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

ব্যাংক কর্মকর্তা রাব্বী, সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশসহ অন্যান্য হামলা যখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।



শুক্রবার (২২ জানুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে ন্যাক্কারজনক পুলিশি নির্যাতনের প্রতিবাদে’ গণজাগরণ মঞ্চ আয়োজিত গণসমাবেশে এসব অভিযোগ করেন তিনি।

পাকিস্তান হাইকমিশনে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে পুলিশ উস্কানি ছাড়াই হামলা চালিয়েছে। এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেন ইমরান এইচ সরকার।

তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। সেখান থেকে জাল নোট ছাপানো হচ্ছে। জঙ্গিবাদীদের অর্থায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পরপরই গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান বিবৃতি দিচ্ছে। সরকারের উচিত, পাকিস্তানের এসব অপচেষ্টাকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া।

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাই এর একমাত্র সমাধান। পাকিস্তান গণহত্যার দায় স্বীকার করছে না, বাংলাদেশকে এখন পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে না এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সেহেতু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে হোক অথবা যেকোনো ভাবেই হোক পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

গণজাগরণ কর্মী শিবলী হাসানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মঞ্চের সংগঠক মারুফ রসুল, ভাস্কর রাসা, উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদকমণ্ডলীর সদস্য রহমান মুফিজ, আরিফ নুর।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এইচআর/আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।