ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নার্সদের চতুর্থ দিনের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
নার্সদের চতুর্থ দিনের অবস্থান ধর্মঘট ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন’।
 
শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন।

এতে কয়েকশ’ চাকরি প্রত্যাশী নার্স অংশ নেন।
 
সকাল থেকেই অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া নার্সরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুসারে ১০ হাজার নার্সের পদ সৃষ্টি করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্রুত নিয়োগ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

এর আগে, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে একই জায়গাতে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন’র ব্যানারে এই অবস্থান ধর্মঘট শুরু হয়। এবারের অবস্থান ধর্মঘট পঞ্চমবারের মতো বলেও কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা জানিয়েছেন।

বেকার নার্সদের নেতা রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন অভিযোগ করেন, বিপিএসসির মাধ্যমে পরীক্ষা পদ্ধতিতে নার্স নিয়োগ চালু হলে নিয়োগ বাণিজ্য শুরু হবে। যা কেউ ঠেকাতে পারবে না।

ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার নার্স তাদের চাকরিতে যোগদানের নির্ধারিত বয়স অতিক্রম করেছেন বলেও তারা জানান।

রিনা ও ফারুক জানান, ২০০৬ সাল পর্যন্ত পাস করা ডিপ্লোমা নার্সদের মধ্যে অর্ধেকের আগের পদ্ধতিতে চাকরি হয়েছে। কিন্তু বাকি অর্ধেক নার্সদের নিয়োগে নতুন পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই পদ্ধতির বিরোধিতা করে অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।

একই ব্যাচে দুই নিয়ম অমানবিক বলেও অভিযোগ নার্সদের।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
টিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।