ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সৈয়দপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): আন্তর্জাতিক লায়ন্স ক্লাব জেলা ৩১৫-এ২ আওতাধীন ২৭টি লিও ক্লাবের অংশগ্রহণে শুরু হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প ‘পাঠশালা’-২০১৬।

নীলফামারীর সৈয়দপুরে দু’দিনব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প-২০১৬ ‘পাঠশালা’ শুরু হয়েছে।



লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ২ বাংলাদেশ এবং লিও জেলা কাউন্সিল ওই ক্যাম্পের আয়োজন করেছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে ফাইভ স্টার মাঠে আনুষ্ঠানিকভাবে তিনদিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল পিএমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ২ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা এবং সদস্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এএফএস রইস আহমেদ এমজেএফ।

সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ২ বাংলাদেশের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও প্রেসিডেন্ট লিও তানভীর মাহমুদ।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই লায়ন্স এবং লিও সদস্যদের শপথ পাঠ করানো হয়েছে। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প-২০১৬ পাঠশালা’র শুভ উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন গভর্নর লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ, লায়ন নাসির উদ্দিন এমজেএফ, লায়ন নজরুল ইসলাম, কেবিনেট সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব, ফাস্ট লেডি মায়া রানী সাহা, ক্যাম্প চেয়ারপারসন লায়ন রেয়াজুল আলম রাজু, ক্যাম্প চেয়ারম্যান লিও হিমেল কবীরসহ বিভিন্ন লায়ন ও লিও নেতারা এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা।

পরে অনুষ্ঠিত মার্চপাস্টে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ২ বাংলাদেশের আওতায় দেশের ২৭টি লিও ক্লাবের সাড়ে ৫শ লিও সদস্য অংশ নেন।

এসময় প্রধান অতিথি সালাম গ্রহণ করেন এবং তাদের অভিবাদন জানান।

এরপর ক্যাম্পে অংশ নেওয়া লিও ক্লাবের সদস্যরা ক্লাব ভিত্তিক নৃত্য ও সংগীত পরিবেশন করে। পরে লিওদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প-২০১৬ পাঠশালায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে লিও ক্লাবের সদস্য বৃহস্পতিবার সৈয়দপুরে পৌঁছান। এ ইয়ুথ ক্যাম্প উপলক্ষে শহরের বিমানবন্দর সড়কের সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে চত্বরকে বর্ণিল সাজে সাজানো হয়। রঙিন আলোকসজ্জ্বায় সজ্জিত করা হয়েছে গোটা প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে নির্মাণ করা হয় বিশাল তোরণ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।