ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বই বিতরণ সরকারের শ্রেষ্ঠ বিনিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বই বিতরণ সরকারের শ্রেষ্ঠ বিনিয়োগ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

গাজীপুর: বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণকে সরকারের শ্রেষ্ঠ বিনিয়োগ বলে মনে করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



কৃষিমন্ত্রী বলেন, সরকার ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করছে। একজন শিক্ষার্থী নতুন বই পাওয়ার পর তার শিক্ষা গ্রহণে যে আগ্রহ তৈরি হয়, তাতে মনে হয় এটা সরকারের অপচয় নয়, শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।

এসময় অন্যদের মধ্যে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুণ অর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।