ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিততে মাঠে নেমেছে নেপাল ও বাহরাইন। স্বাগতিক বাংলাদেশ ফাইনালের এই মঞ্চে না থাকলেও আন্তর্জাতিক এই টুর্নামেন্টের শিরোপা জয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টেডিয়ামে প্রবেশ করে ভিভিআইপি গ্যালারিতে আসন গ্রহণ করেন তিনি।

এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার ( ২২ জানুয়ারি) সন্ধ্যায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামে নেপাল-বাহরাইন।   খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত নেপাল ১-০ গোলে এগিয়ে ছিলো বাহরাইনের বিরুদ্ধে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে নেপাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বালগোপাল মহারজনের শিষ্যরা।

অন্যদিকে আরেক সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট করে নেয় আসরের চমক দেখানো দল বাহরাইন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৬
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।