ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরের জব্বার হত্যার রহস্য উদঘাটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
দিনাজপুরের জব্বার হত্যার রহস্য উদঘাটন

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার চাঞ্চল্যকর জব্বার হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। এ হত্যা মামলার অন্যতম আসামি মোন্তাজ আলী মোন্তা (৪০) এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



জবানবন্দিতে তিনি জানান, জব্বারকে শ্বাসরোধ করে হত্যার পর পার্শ্ববর্তী সাত্তারের সেচ মেশিনের গর্তে ফেলে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোন্তাজ আলী।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) মোন্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর প্রথমে পুলিশ ও পরে আদালতে কাছে জব্বার হত্যা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

ওইদিন রাতেই মোন্তার দেওয়া তথ্য মতে বটেরহাট জামালপাড়া এলাকা থেকে আতাব উদ্দিনের ছেলে রজ্জব আলীকে (৩৫) আটক করা হয়। পরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ পরির্দশক (এসআই) হাফিজুর রহমান। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসআই হাফিজুর রহমান এ বিষয়ে বাংলানিউজকে জানান, বর্তমানে রজ্জব আলীকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে জব্বার হত্যা ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

২০১৫ সালের ১৪ জুলাই সকালে বটেরহাট জামালপুর শেখপাড়া এলাকায় রাস্তার পাশের একটি গর্ত থেকে জব্বারের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়েরের পর দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করলো দিনাজপুর ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।