ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় গুলিবিদ্ধ ঠিকাদারের মৃত্যু

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
রামপুরায় গুলিবিদ্ধ ঠিকাদারের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় গুলিবিদ্ধ ঠিকাদার বাসাই ফকির (২৬) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।



রাত ১১টার দিকে ওই ঠিকাদারের মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানান ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ।

এদিকে, ঠিকাদার গুলির ঘটনায় নূরা নামে একজনকে আটক করেছে পুলিশ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া বাংলানিউজকে জানান, ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামের একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী।

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে রামপুরা থানা পুলিশ।

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ি বাজারে দূরবীন ক্যাবলের অফিসের সামনে বাসাই ফকির (২৬) নামে এক স্যানেটারি ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ওই ঠিকাদারের বুকে গুলি লাগে। এছাড়া দুর্বৃত্তরা‍ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়ও আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধের চাচা আবদুল জলিল বাংলানিউজকে বলেন, তিনি (বাসাই ফকির) স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে ও পিটিয়েছে এটি খতিয়ে দেখতে চাই আমরা।

বাংলাদেশ  সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এজেডএস/জেডএস

**  রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধের ঘটনায় আটক ১
**  রাজধানীর রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।