ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে স্কুল ছাত্র আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
মঠবাড়িয়ায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে স্কুল ছাত্র আহত

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জসিম (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া এলাকায় এ ঘটনা ঘটে।



স্কুল ছাত্র জসিম ওই গ্রামের ফারুক জোমাদ্দারের ছেলে। সে তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মঠবাড়িয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল হাসান আহতের চাচা আলাউদ্দিন জমাদ্দারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, দুবৃর্ত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জসিমকে। এসময় জসিমের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় জসিমকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।