ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে টিআইবি সনাক’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
মধুপুরে টিআইবি সনাক’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সনাক চার ফোরামের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী মধুপুর গড়ের সন্তোষপুর রাবার বাগানের পিকনিক স্পটে নানা কর্মসূচিতে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।



যৌথ উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা অংশ নেন।

প্রথম পর্বে আগামী বছরের নতুন কর্মসূচি ও বিগত বছরের বাস্তবায়িত কর্মসূচির সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মধুপুরের সচেতন নাগরিক কমিটি-সনাকের সহ সভাপতি এসএম শহীদ।

টিআইবি’র এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সনাক সদস্য মুক্তিযোদ্ধা সামাদ তালুকদার, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শ্রীকুমার গুহনিয়োগী রানা, মুক্তিযোদ্ধা সুনীল কুমার মজুমদার, আদিবাসী নেতা ইউজিন নকরেক, প্রভাষক সায়েমা জাহান, সাজেদা আজাদ, রোকেয়া বেগম, স্বজন সদস্য খেজোস্টিন নকরেক, ইয়েস লিডার এসএম সবুজ, জাহিদ হাসান, ইয়েস ফ্রেন্ডস চান মিয়া প্রমুখ।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক, ক্রীড়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি। তিনি  অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।