ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোরো চাষে স্বপ্ন বুনছে কৃষক

স্টোরি ও ছবি: আনোয়ার হোসেন রানা, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বোরো চাষে স্বপ্ন বুনছে কৃষক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীত উপেক্ষা করেই কৃষক-কৃষাণীরা বোরো চাষে ব্যস্ত।

সারাদেশের মতো ঢাকার ডেমরা থানাধীন দূর্গাপুর এলাকায়ও মাঠে ব্যস্ত দেখা গেছে কৃষকদের।

প্রায় এক বছর পর চাষ। আগাছায় ভরে গেছে জমি। তাই চাষ দেওয়ার আগে জমির আগাছা নিধনে ব্যস্ত কৃষক।


কৃষকের পাশাপাশি চাষের আগে মাঠে আগাছা নিধনে ব্যস্ত কৃষাণী।


জমি আগাছামুক্ত করা হয়েছে। এবার হাল-চাষের পালা। ট্র্যাক্টর দিয়ে জমি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে।

ট্রাক্টর দেওয়ার পর ও চারা রোপনের আগে কোদাল দিয়ে জমি সমান করার কাজে ব্যস্ত কৃষক।


জমি প্রস্তুত। চলছে চারা রোপনের কাজ। হাতের অতুল স্পর্শে চারার গোছা রোপন করছেন কৃষক।


সারিবদ্ধভাবে চারা রোপন করলে আগাছা পরিষ্কার, সার-কীটনাশক দিতে এবং ফসল কাটার ক্ষেত্রে ‍সুবিধা। ফলনও হয় ভালো। তাই সারিবদ্ধভাবে চারা রোপন করছেন কৃষক।


শীত উপেক্ষা করে ভোর থেকে চাষের কাজ শুরু। একটু বেলা বাড়লে পান্তা ভাত, শুকনো মরিচ আর ডিম ভাজা দিয়ে চলছে সকালের খাবার।


রোপন হয়েছে টমেটো চারা। পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে দেওয়া হচ্ছে কীটনাশক। আর বেশি ফলনের জন্য দেওয়া হচ্ছে সার।


কীটনাশক বা সার যাই দেওয়া হোক না কেন, পানি ছাড়া ফসল ফলানো অসম্ভব। চারার গোড়ায় দিতে জলাশয় থেকে পানি তুলছেন কৃষক।


রোপন করা চারার গোড়ায় পানি দিচ্ছেন কৃষক।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।