ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিশ্বমানের শপিং কমপ্লেক্স নির্মাণ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আশুলিয়ায় বিশ্বমানের শপিং কমপ্লেক্স নির্মাণ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভারের আশুলিয়ায় ভূমিকম্প সহনীয় বিশ্বমানের সব সুযোগ-সুবিধা নিয়ে ১৬তলা বিশিষ্ট শপিং কমপ্লেক্স অলিম্পিয়া প্লাজার নির্মাণ কাজ শুরু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার আশুলিয়ার পলাশবাড়িতে ৪৬ কাঠা জমির ওপর ভবনটির নির্মাণাধীন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা ইয়াসিন রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নতুন এ ভবন প্রসঙ্গে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, অলিম্পিয়া প্লাজা নির্মাণে মানসম্মত ও বিশ্বমানের সব ধরনের ফিটিংস ব্যবহার করা হবে। এতে বদলে যাবে দৃশ্যপট, বদলে যাবে আশুলিয়া।

আধুনিক নির্মাণ শৈলীতে বাংলাদেশ বিশ্বের মধ্যে রোল মডেল হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য এনামুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।