ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টুঙ্গীপাড়ায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় বাসচাপায় তানজিলা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত তানজিলা উপজেলার শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের আমীর হোসেনের মেয়ে এবং গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, সকালে তানজিলা স্কুলে যাচ্ছিল। পথে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়ক পার হওয়ার সময় এসএম পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেছে। বাসটিকে আটক কর‍া হলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।