ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এমএ আজিজের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিকেলে, বাদ মাগরিব জানাজা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমএ আজিজের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিকেলে, বাদ মাগরিব জানাজা ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আব্দুল গফুর আওয়ামী লীগ নেতা এম এ আজিজের মৃত্যুর খবর জানান।

শনিবার সকালে এম এ আজিজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আট বছর ধরে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এম এ আজিজ।

২০০৭ সালে ঢাকার সাবেক মেয়র ও ঢাকা মহানগরের নির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ২০১২ সালে মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় এমএ আজিজ ভারপ্রাপ্ত সভাপতি থেকে যান।

পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করতে এমএ আজিজ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৮৭ সালে মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বাধীন কমিটিতে ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক হন এমএ আজিজ।   পরের কমিটিতে মহানগরীর সহ-সভাপতি হন তিনি।

২০০৭ পরবর্তী এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এম এ আজিজ।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে উমর বিন আব্দুল আজিজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, বিকেলে শেষশ্রদ্ধা
এদিকে, দলের নেতা এম এ আজিজের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবাণীতে তিনি বলেন, এমএ আজিজের মৃতুতে আওয়ামী লীগ দীর্ঘ দিনের পরীক্ষিত, ত্যাগী এবং নিবেদিতপ্রাণ একজন নেতাকে হারালো ।

শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড পরবর্তী দুঃসময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে এম এ আজিজের ভূমিকা ছিল অপরিসীম। মহান মুক্তিযুদ্ধ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মরহুমের সাহসী ভূমিকার কথা জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, প্রয়াত নেতা এম এ আজিজের মরদেহে শেষশ্রদ্ধা জানাতে তার পুরান ঢাকার হোসনে দালানের বাসায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৪টায় মরহুমের বাসায় যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে। প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, মরহুমের মরদেহে শ্রদ্ধা জানানোর পর তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন প্রধানমন্ত্রী।

প্রথম ‍জানাজা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে, দ্বিতীয় জানাজা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
অন্যদিকে দলীয় সূত্র জানিয়েছে, শনিবার বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুম এম এ আজিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় নামাজে জানাজা হবে রাত ৮টায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬/আপডেট ১৫৫৯ ঘণ্টা
এমইউএম/এজেডএস/এমজেএফ/এইচএ/এমএমকে/

** এম এ আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
** এম এ আজিজের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক
** আ’লীগ নেতা এম এ আজিজ আর নেই
** জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এম এ আজিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।