ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবিতে প্রাইভেটকার চাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
শাবিপ্রবিতে প্রাইভেটকার চাপায় নিহত ২

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রাইভেটকার চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।



শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আতাউর রহমান (৫৫) ও তার চাচা গিয়াস উদ্দিন (৭০)। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামে। বর্তমানে শহরতলীর নিকুঞ্জ আবাসিক এলাকায় বসবাস করেন তারা।    

এ ঘটনায় নিহত আতাউর রহমানের মেয়ে নাবিলা রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আরিফুল ইসলামের গাড়ি চালক আবুল কালাম আহত হয়েছেন। তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. আরিফুল ইসলামের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুই পথচারীকে চাপা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ড. আরিফও কিছুটা আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে, যোগ করেন আক্তার।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
এনইউ/এমএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।