ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
রাজবাড়ীতে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি’- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বার্ষিক সমাবেশ-২০১৬ করেছে রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সমাবেশ উপলক্ষে জেলা শহরের শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী।

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক ও জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।

সেখাণে বক্তব্য রাখেন- রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, মো. নুরুদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ হিটু, দপ্তর সম্পাদক ওয়াহিদ মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।