ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্র অঙ্গীকার ভঙ্গে দক্ষ, অভিযোগ আবুল মকসুদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
রাষ্ট্র অঙ্গীকার ভঙ্গে দক্ষ, অভিযোগ আবুল মকসুদের ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ মানুষের কাছে করা অঙ্গীকার ভঙ্গে রাষ্ট্র দক্ষ বলে অভিযোগ করেছেন গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেছেন, রাষ্ট্র অঙ্গীকার ভঙ্গ করায় দক্ষ, বিশেষ করে যদি সাধারণ মানুষের কাছে কোনো অঙ্গীকার করা হয়, তা দ্রুত ভঙ্গ করে রাষ্ট্র।



শনিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কৃষক সমাবেশে আবুল মকসুদ এ কথা বলেন।

১ হাজার ৮শ’ ৪২ একর জমি রংপুর সুগার মিলস লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে পুনরুদ্ধার করে আদিবাসী ও ভূমিহারা কৃষকদের মাঝে ফেরতের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এবং জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।
 
সমাবেশে আবুল মকসুদ বলেন, সাধারণ মানুষের জমি অধিগ্রহণ চরম অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন। অতি দ্রুত উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে সাধারণ মানুষের মাঝে জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।  

সমাবেশে ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, আমাদের দেশ আজ দখলদারিত্বে চলে গেছে। যেভাবেই হোক আদিবাসী ও ভূমিহীনদের মাঝে ওই জমি ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবো।

সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ প্রমুখ।

সমাবেশে গাইবান্ধা থেকে শত শত ভূমিহীন ‘আদিবাসী’ যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
একে/জেডএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।