ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় চরনিখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।



মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনাসভায় বক্তব্য রাখেন স্বারাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফকরুল ইমাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, নব-নির্বাচিত পৌর মেয়র আব্দুস ছাত্তার, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ, থানার ওসি বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল ও জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম খান সুরুজ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।