ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

২ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
২ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার উমেদপুর গ্রামের একটি কবরস্থান থেকে আদালতের নির্দেশে দুই মাস পর মৃতদেহ উত্তোলন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের উপস্থিতিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।



মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রা‏হ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মোবারক হোসেন জানান, গত বছরের ১৬ নভেম্বর উমেদপুর গ্রামের রফিক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তার ভাতিজাদের সংঘর্ষ হয়। এতে আহত রফিক মিয়া ৫ দিন পর মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে ব্রা‏‏হ্মণবাড়িয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। অাদালত দুই মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।